বদলাবো না কিছুতেই
রুপান্তরের কোনো ভাষায়
আঘাত দিয়ে যতোই শেখাও!
লেখাপড়ার ধার-ধারি না
চিন্তা করার অবসর কোথায়_?
শোধ-বোধ তো দুরের কথা
মুখ ফুটে তো রা-ও হবে না।


বলছো কথা অনর্গলে
হাস্যরসের ধাঁধায় ফেলে
নিখুঁত তোমার অভিনয়
মঞ্চ গড়ের ফাঁকা মাঠ।
দখল তোমার নিরুঙ্কুশ
দর্শক যে গভীর ঘুমে
জাগবে না আর কিছুতেই।


খেলতে তুমি ভালোবাসো
পাগলামীতে বিশ্বসেরা
হারতে তোমার ভীষণ ভয়
কীটের খোরাক মনটা তোমার
অভিশাপের স্বর্গ সেথায়
রুগ্ন বলের কসরতের
থামবে না আর কিছুতেই!