🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
আমার চোখে নাকি মুগ্ধতাময়
নীরব রূপসীঘাতক এক হিমাচল
দেহভূমির স্বর্গীয় কাশ্মীর।
আমার চোখে শুভ্র আকাশ
এক সমুদ্র নীল, অথচ সেটা
দেখার কেউ নেই।


শরতের আকাশ বর্ষার মেঘে গর্ভবতী
তোমরা দেখো সফেদ মেঘের ভেলা।
দিগন্তজুড়ে দখলদারের অবাধ কোলাহল
বারুদমাখা মৃত্তিকার অকাল গর্ভপাত
আকাশে জারজ প্রজন্মের মিছিল, কিন্তু
দেখার কেউ নেই।


বাঘের লেজে কুকুরের কামড়
তোমরা দেখো অবৈধ ক্রিয়ার একরাশ উল্লাস।
ভাদ্রের তালে শকুনের হারাম দৃষ্টি
কালের শুক্রে হারামজাদাদের জীবাণু যুদ্ধ
কুকুরের পেটে বড় হয় বাঘের বাচ্চা, সেটা
দেখার কেউ নেই।


রাজপথ অবরোধ বিবেকের আন্দোলনে
পিচঢালা পথ যেন সমুদ্রের ঢেউ মরিচীকা।
তোমরা দেখো উন্নয়নের স্মারকবেদী।
রাজপথ জুড়ে রক্তের দাগ, মানবিক মৃত্যু
তোমার বুকের উপর উন্নয়নের এই ভিত্তি প্রস্তর
তোমার রক্তে শকুনের উল্লাস, তবুও
তুমি দেখো না শুধু।