নিজের অর্জিত বোধগম্যহীন জ্ঞান আর
অভিজ্ঞতার সাথে ধার করা বুদ্ধি মিশিয়ে
জীবিকা উপার্জনের কিছু উপায় বের করা
মগজহীন মাথা সর্বস্ব বুদ্ধি প্রতিবন্ধী কিছু বেকুব
যারা পরের অর্জিত সফলতা কিংবা বিজয়ের প্রতি
অন্যরকম পরশ্রীকাতরতা আর লোভময় প্রবৃত্তি লালন করে
নিজের অস্তিত্ব আর সত্তাকে বিলিয়ে
পালিত পশুর মতো নিজেকে ধনকুবেরের পোষ্য অথবা পাপিষ্ঠ কালা রাজনৈতিক নেতাদের তোষামোদে নিজেকে জাহির করার ঘৃন্য রকম উপায় ও প্রতিযোগিতায় লিপ্ত
তাদের দ্বারা নতুন কিছু সৃষ্টি হবে না, বের হবে না সৃষ্টিশীল কোনো কর্মপ্রণালী।
জাতি এদের দিয়ে কোনো কল্যাণ আশা করতে পারে না
নেই তাদের তাই কোনো দায়বদ্ধতা।