ভেবে আছি বসে
তুমি আবার এসে
করবে করজোড়ে
ব্যাপক সাধাসাধি।
কাটলো কত বেলা
নয় তো এটা হেলা
এই তো তুমি এসে
করবে কাঁদাকাঁদি।


দিনের পর রাত
রাতের গর্ভপাত
ঘড়ির কাঁটা ধরে
যাচ্ছে সময় ফিরে
দ্বন্দ্ব আর সংশয়
সব হারানো ভয়
দিচ্ছো বুঝি ফাঁকি
আমার জীবন নীড়ে।


অবশেষে ভাঙ্গলো ভুল
মিছে তোমায় দিলাম ফুল
তুমি ছিলে অন্য কারো
অন্য রকম ধুম।
যতোদিনে কাটলো ঘোর
হারিয়ে ফেলি মনজোর
ক্লান্ত হয়ে দিনের শেষে
দিলাম রাতের ঘুম।