তুমি আমাকে শাসিয়ে বলেছিলে-
আমিই তোমার একমাত্র বন্ধু,
আর যেন কাউকে দেখি না পাশে ।
আমিও মেনে নিয়েছিলাম, যখন
বুঝতে পারতাম না ছেলে আর মেয়ের পার্থক্য
তাই আজ আমার কোনো বন্ধু নেই  
এমনকি ছেলেবন্ধুও নেই  ।


ছেলেরা যখন মাঠে খেলাধূলায় মত্ত থাকতো
আমি তখন তোমার পাশে চানাচুর খেতাম  
ক্লাসরুমের টেবিলের নিচে বসে।


আজ ইস্কুল নেই, নেই লুকোচুরি খেলা
তোমার হয়েছে নতুন বন্ধু
আমি রয়ে গেলাম একলা
কারণ, তুমিই আমার একমাত্র বন্ধু।  
তবে এখন বুঝতে পেরেছি,
তুমি ছিলে অকালপক্ব আর আমি
চরম নির্বোধ।