একটি শব্দ সূর্যের আলোর চেয়ে তেজি
প্রাণকে করে সতেজ, বাড়ায় মনোবল
একটি শব্দ হৃদয়ের গভীর থেকে আসে
প্রেম-প্রীতি স্নেহময়, মুছে চোখের জল!!


একটি শব্দ বিষের চেয়েও দূষিত ধ্বংসক
সর্বনাশা হিংস্রতায় পরস্পরে করে বিষময়
একটি শব্দ শিকারীর তীর, তীক্ষ্ণ চাঁদমারি
জীবনকে করে হুতাশন, দূষিত করে সময়!!


একটি শব্দ পাঠ্যবইয়ের পাতা থেকে আসে
স্বপ্ন দেখায় অলীক স্বর্গবাসে আশার দীপক
একটি শব্দ উদ্ভট অবয়বে ক্ষণে ক্ষণে ভাসে
কষ্ট প্রহর ভিজে রসবোধে, হাসছি অপলক!!


:: :: :: :: :: :: !!!!!! :: :: :: :: ::
:: ০৮-০১-২০১৮:: রোম:: উদাসকবি