ইঁদুর মারার ফাঁদে পড়ে
কালো বিড়াল কাঁদে
ডাইনী বুড়ির কাঁধে চড়ে
হুতোম প্যাঁচা রাঁধে।


আম জনতায় বাঁশ খেয়ে
করে ভোটের চাষ
ফসল যায় খাস বাড়িতে
জনতা পায় ঘাস।


আসছে দেশে ভোট মেশিন
লাগবে না আর জোট
ভোটার ধরার চোট বিহীন
স্বয়ংক্রিয় এক ভোট!


হাতির পিঠে গাধা চড়ে
বিশ্ব চমকে ধাঁধায়
কালোর মাঝে সাদা খুঁজে
পড়লো হাতি কাঁদায়।


#উদাসকবি: ০৪ মার্চ ২০১৯: ১৩ঃ১০


পুনশ্চ: ২৯.০৯.২০১২ থেকে কবিতা আসরে আমার যাত্রা শুরু। দেখতে দেখতে অনেকদিন পার হলো। কখনো কল্পনাও করতে পারি নি একদিন এখানে ১৩০০তম পোস্টও হবে। যদিও এগুলো কবিতা হয় না, কবিতার মতো কিছু একটা করার চেষ্টা করি মাত্র। জানি না আর কতদিন চালাতে পারবো, সবার কাছে দুআ প্রার্থী। সবাইকে শুভেচ্ছা।