যা পাই না, ধরছি যে তাই
ধরতে গিয়ে তাকেই হারাই
গোলক-ধাঁধার দেশটাতে।
চাই না বলেই, নিচ্ছি কেড়ে
বাড়াবাড়ির সীমা ছেড়ে
আপন থাকার চেষ্টাতে!!


ধরছি না আজ, তাই বলে
নেবো রে সব কৌশলে
জবর দখল রাজ্যে রোজ।
খাই না তাই ক্ষিধে বাড়াই
ক্ষিধে নিয়েই বিপদ তাড়াই
দখল করে পরের ভোজ!!


নাই বলে আজ, চাই না কিছু
ছাড়ছে না তাই আমার পিছু
পায়ে পড়ে দেয় ধর্ণা।
পরের ধনে পোদ্দারিতে
আপন ভেবে সব কাড়িতে
অন্য আয়ে নামে ঝর্ণা!!