বুদ্ধিজীবি
........................................
বিচিত্র শব্দশৈলীতে ভাষার অলঙ্করণে
অর্থহীন কিছু বাণী উদ্গিরণ
হৃদয়হীন অনুধ্যায়ী আবেগপ্রিয় মনে
জাতির স্কন্ধে চাপে বিজ্ঞজন।


জ্ঞানপাপী
......................................
যেদিন চোখ পটানো বন্ধ হবে
গাল ভাসবে বন্যায়.....
ফুল না ছিঁড়ে ভাঙ্গছো কাঁটা
ভীষণ তোমার অন্যায়।


জীবনে মানে নীহারিকা
................................
জীবন মানেই যুদ্ধ
যুদ্ধ মানে তোমার বাক্যবাণে
আমি বাকরুদ্ধ!!
জীবন মানেই যন্ত্রণা
যন্ত্রণাটা হজম করে গেয়ে যাওয়া
তোমার প্রেমের বন্দনা।
জীবন মানেই নীহারবিন্দু
বিন্দু বিন্দু তোমার ঘাতে
গড়া বিষাদসিন্ধু!