বিষণ্ণতা গ্রাস করে চতুর্মুখী
মনের গভীরে তখন জাহান্নামের উত্তাপ
দুর্যোগের চিন্তাটা দুরে ঠেলে
আকাশজুড়ে শুধু মেঘ দেখতে চাই।
প্লাবনের পর প্লাবন মেখে
শীতল করতে চাই বুকটা।


পরজীবি জীবাণুটার বংশ বিস্তার
অন্ত্রের পর অন্ত্র গ্রাসে
কীটনাশক খেয়ে খেয়ে
জিভটা জ্বলে যায়
কিন্তু বক্র কৃমিগুলো এখনো মরে নি।