ও প্রভু! তোমার ক্ষমা অসীম
আমরা দোষী, তুমি রহমানুর রহীম!!


অকূল সাগরে ভাসাই প্রমোদ ভরি
পাপের বোঝায় আমার ডুবছে তরী
ক্ষমা করো রহম করো মহামহিম
আমরা বিপন্ন, তুমি রহমানুর রহীম।


চলার পথে মানি নি কোনো বিধান
বলেছি ইচ্ছে খুশি জিভের নিশান
অশ্লীল নোংরায় চারিদিকে সয়লাব
করেছি উপভোগ করি নি প্রতিবাদ
আমরা পাপী! তুমি রহমানুর রহীম।


প্রতারণার নৃত্যে কাঁপে দেশ-বিশ্ব
চুপচাপ দেখে যাই কেবলই দৃশ্য
জালিমের বাহাদুরী অর্থের হুঙ্কার
মজলুম কান্নায় কাঁপে ভূ-সংসার
আমরা আর্ত, তুমি রহমানুর রাহীম।
ওগো প্রভু!  তোমার ক্ষমা অসীম