সূর্যের আলো যখন তোমার দেশে
হোঁচট খেয়ে আবার ফিরে যায়
ক্ষুব্ধ প্রবাহে আপন বলয়ে
তুমি লজ্জিত না হয়ে
সূর্যের সাথে টক্কর দেবার
রসালো গল্প বানিয়ে
ছড়িয়ে দাও ইথারে।


আকাশের ধমকেও তোমার মুখে হাসি
বিকলাঙ্গ বিবেক তোমার।


শিয়ালের বিয়েতে বানরের নৃত্য
অযথাই কিছু কুকুরের গর্জণ
শকুনের বদহজম!


গদির নেশা মাদকতার চেয়ে ভয়াবহ
সুদর্শন চাচার তো মাথা নষ্ট হবেই
ভীমরতি তাই বারবার।