সবুজ পাতা রং বিবর্ণতায় ঝরে পড়ে
ঋতুর টানে আবারো সতেজ পাতা গাছজুড়ে।
অদ্ভুত খামখেয়ালীর রোষানলে-
জীবনের সব সজীবতা এক সময় চলে যায়
প্রকৃতির পরিবর্তন বারবার ফিরে আসে ঋতুচক্রে
মানুষের ঋতুগুলো চিরতরে হারিয়ে যায়
জীবনের বসন্ত কিংবা হেমন্ত
একবারই আসে, বর্ষার পর শীত আসে
ঋতুচক্র তখন হীমঘরে।
শরতের অবগাহন অন্তরালে
গ্রীষ্মের দাবদাহে।
জীবনটা তখন সময়ের বাইরে
উচ্ছ্বিষ্টের আবরণে।