আমি আছি তোমার পাশে, সব সময় ঝুঁকি নিয়ে
পাশে থাকি সাহসিকতায় মুগ্ধতার মুকাবিলায়
ঝড়ের সাথে বিপদ সংকেতে
আরো আপন হয়ে
খুব ভালোবেসে
তোমার শুভবাদী একজন!


আমি বহুদূর থেকেও তোমার কাছে
তোমার নাকের ডগায় ঘাম হয়ে
কেউ বলে পাগল, কেউ ক্ষেপাটে
কারো কাছে আমি বিরহীর সুর
আমি থাকি তোমার প্রকৃত সুখে
আমি আছি তোমার মনের বিষাদে
অনুভবের সঙ্গী হয়ে
আরো কাছে এসে
তোমার একজন শুভবাদী হয়ে।


আমি থাকি তোমার অন্দরমহলে
তোমার দৃষ্টির শক্তিতে-
কখনো ঘাসফুলে প্রজাপতির নৃত্য হয়ে
কখনো ফুলের পরশ মেখে
পাখির কলরবে, সবকিছুর বসন্তে
উপভোগের সঙ্গী হয়ে
আরো কাছে এসে
তোমার একজন শুভবাদী হয়ে।


আমি আছি তোমার দিগন্তজুড়ে
রংধনু আকাশে মেঘের ভেলায়
ক্লান্তিতে শ্রান্তিতে মধুর বরিষণে।
আমি আছি জোছনার শিহরণে
তারাদের দেশে তোমার মুগ্ধতা হয়ে
তোমার প্লাবিত মনে দোলা দিয়ে
আরো কাছে এসে
আরো কাছে
আরো কাছে
একজন শুভবাদী হয়ে।