তুমি কি গ্রীষ্মের তাপদাহে বৈশাখি ঝড়?
শ্রাবণ-ধারায় ভেসে যাবে কিছুদিন পর
শরতের কাশফুল কিংবা মেঘের ভেলায়
তুমি ফসলের গৌরব নবান্নের মেলায়।
কুয়াশার আড়ালে ঢাকা শ্বৈত্যের লড়াই
তুমি ঋতুরাজের সমারোহে বসন্ত বড়াই।