সবকিছু চোখ দিয়ে দেখা যায় না, মন লাগে
কিছু দেখা অনুভবে, যত্নের সাথে প্রবেশ
গন্ধ শুঁকে বুঝতে হয় অবগাহনের গভীরতা
সবকিছু কান দিয়ে শোনা যায় না, হৃদয় লাগে
কত বুকের হাহাকার গিলে খায় প্রকৃতি
মনমরা শোকতাপে পরিচ্ছন্ন হৃদয়
কিছু হতাশা বাড়ে, অন্তর নিরাময়ে
তখন শুধু  কানে বাজে-
পাহাড়ের আহ্বান কিংবা সাগরের গর্জন
তার চেয়ে ভয়ঙ্কর মৃত আত্মার ডাক।
সবকিছু দেখতে নেই, কিছু না বুঝা-ই ভালো
কিছু অন্ধকারের জিনিস, আলোতে বড্ড বেমানান।