বলো না, জীবন-
অশুভ, অন্যায্য
প্রতারণার এক ফাঁদ!
জীবন তোমার
শুভ্র মননে
সুন্দর ও অবাধ!!


বলো না, জীবন-
পক্ষবাদী, দুষ্টে ভরা
মেঘে ঢাকা দিন।
জীবন তোমার কর্মময়ে
আলোকোজ্জ্বল
বাহারী রঙিন।!


বলো না জীবন-
অভিশপ্ত, কুৎসিত
ব্যধিময় পঙ্কিল!
জীবন তোমার নৈতিকতায়
প্রেমময় মঞ্জিল!!


(পাদটীকাঃ বিদেশি প্রবচনের ভাবার্থে রচিত জীবনের দর্শন! জীবন যার যার মূল্যবোধ আর কর্মে উদ্ভাসিত। বাস্তবতা হলো-জীবন তো একটাই!সুতরাং মেধা বা গুণ, নৈতিকতা আর কর্ম দিয়ে জীবনকে সাজাতে হবে।)