এখন আর ভালো থাকতে ভালো লাগে না
শুধু কষ্ট আর কষ্ট, তাই-
নষ্ট হয়েই কষ্ট পেতে চাই!


সঠিক পথে পাই না পথিক, সফরসঙ্গী
ঠিকানাটাও পাল্টে যায়
অচেনাও অচীন হয়ে ভ্রষ্ট পথে ডাকে
তাই, ভ্রষ্টপথেই কষ্ট পেতে চাই!


আপন হবার ভান করে সব কাছে আসে
বুকটা ছিঁড়ে স্বপ্ন ভাঙ্গে যখন
ভালোবাসার ছল পরবাসী
অশ্রু দিয়ে সিন্ধু গড়ে মাতম করে বেলা
কষ্ট আর কষ্ট নিয়ে তখন
নষ্ট হবার ভ্রষ্টপথে যাই
তাই, নষ্ট হয়েই কষ্ট পেতে চাই।