লেজ নাড়ে কুকুরে
মাছ নাচে পুকুরে
নিরামিষ দেখে যায়
পালকের ঝাপটায়
গাছে বসে পাখিটি!


সারাদিন উদাসীন
বাতাসের শুনে বীণ
উনুনেতে তাপ নাই
ধূমনলে শুধু ছাই
তবুও পুড়ে আখিটি!!


ক্ষিপ্রতায় চলে গাড়ি
রাস্তাটার আড়াআড়ি
বলি হয় কিছু প্রাণ
চাকা পিষে ধুলি ঘ্রাণ
পত্রিকা টকশো হৈচৈ!


রাত-দিন মশা-মাছি
তোলপাড়ে সাথে আছি
পাঠ-জটে পাঠশালা
গরীবের পেটে তালা
আবুলদের টক-দই!!