উল্কাপিন্ড দেখে উৎসবে ভাসে মানুষ
ইবলিশের গায়ে বুঝি লাগে আগুন।
প্রভাত যৌবনে অশ্রুর খেলা
ইবলিশের মুখে এখন সত্যবাণী
কালা চশমায় ঢাকা আকাশের চোখ
দৃষ্টিতে কেবল অমানিশা।


বিড়ালের খোঁজে কুকুরের অভিযান
নেংটি ইঁদুরের তাই বাসন্তী উৎসব।
জঙ্গলে নেই সিংহের আবাস
নেকড়ের তান্ডবে অস্থির ভদ্র সমাজ।