শয়তানের তীর হাতে নিয়ে
খেলা দেখানো খুবই ভয়ঙ্কর।
বুকের গভীরে বিদ্ধ করে
একতার কথা বলা তামাশা
প্রান্তিকতায় পেঁয়াজের নেশা ছুটে গেছে
রক্ত দিয়ে তরকারীতে বাড়ায় ঝাঁজ।


কলের বাতিতে জলের বসবাস
ছিদ্র সবখানে, ঠিক শুধু বিদ্যুৎবিলের কাগজ
কর থেকে কর, বাড়ে মাশুলের ফর্দটা
আলুবিলাস ইউরোপ ভ্রমণে
কৃষক শুধু পায় না ন্যায্য দাম।


ধনুকের রশিতে প্রজাদের রক্ত
তীর ছুটে চলে দিগন্ত ছুঁয়ে
বেলুন উড়িয়ে উৎসব করি
‌গ্যাস বিলাসিতায় উন্নয়ণের ডাক
পরিবেশ দূষণ বিজয়ের স্মারকে।
রোজনামচায় তৃপ্ততার জাবর কাটা
উল্লাস মনে বিবেকের শবযাত্রা
শয়তানের তীর শোষণের মিছিলে।