মনের মতো কাঁদতে যদি পারো আরো বেশি করে কাঁদো
চোখের জলে মুখ বাঁধিয়ে বুক ভাসিয়ে জীবন মায়ায় বাঁধো
অশ্রু ঝরার দিনের পরে
আসবে শান্তি মনের ঘরে
বুকটা তখন হালকা হবে আলগা ভবে নতুন জীবন ফাঁদো।


মনের দেয়াল ভাঙ্গতে গেলে বুকের দেয়াল মুখের খেয়াল আসে
সময় ধরে যায় না মানা জীবন নীতি মনের গতি হাসে
ইচ্ছে জীবন রঙিন ভুবন
সময় ধরে মনের মতন
মনকে আবার নতুন করে রঙের খেলায় জীবন মেলায় সাধো!!


চাইতে গেলে জ্বালা বাড়ে কষ্ট আসে ভ্রষ্ট পথের মন
হয় না মন তৃপ্ত সুখে জীবন পথে ভীষণ ধারার ক্ষণ
মন ভাসিয়ে মেঘের ভেলায়
ওঠবে মেতে নতুন খেলায়
বৃষ্টি জলে গোসল করে নতুন সাজে সবার মাঝে মাতো!!


-----------------------------------------------
গীতি কবিতা: স্বরবৃত্ত
৪-৪-৪-৪-২
৪-৪-৪-৪-২
৪-৪
৪-৪
৪-৪-৪-৪-২
রোম, ইতালি: ০৫-০৭-২০