মাঝে মাঝে নিজেকে লুকাতে চাই
পার্থিব কোলাহল আর প্রাণীদের আস্তানা থেকে
নিজেকে দেখাতে চাই না মহাশূন্যের
নক্ষত্রদের মহা সমাবেশে সৌন্দর্যের চোখকে।
হারাতে চাই আত্মার টান, এই আকর্ষণ
কোনো এক যুগান্তরে, আপন খেয়ালে


নিজেকে বন্দী করতে চাই অন্য ভুবনে
নিস্তব্ধতা পৃথিবীর এক প্রান্তরে
কোনো এক পতিত পাথরের ভিতরে
প্রাণহীন তবুও প্রাণময়


এখন আমার চুপ থাকতেই ভালো লাগে
নিঃশব্দ প্রাণে বেঁচে থাকার বিলাসিতায়
হৃদ্যতা বাড়ে চরম একাকীত্বে, নির্জনতার আড়ালে।
সব প্রাণ জেগে ওঠুক আমার স্তব্ধতায়
সবাই ভালো থাকুক আমার অন্তরালে
একাকীত্ব আমার প্রেমময় সুখে
বেঁচে থাকার অনুপ্রেরণা, বিষন্ন পৃথিবীতে


মেঘঢাকা আকাশে বারুদের ঝলকে
কিছু উচ্ছ্বাস প্রাণ, কিছু শোকের মাতম
ঝরাবৃষ্টির ফোঁটা থেকে তবুও সুগন্ধ ছড়ায়
আমার একাকীত্ব বসতভিটায়
প্রাণহীন সুরভিত তবু্ও প্রাণময়
জীবনের এই জটিল সূত্রে, অবাক চোখে
দেখে যাই নিরন্তর অবলীলায় অনিমেষ      
চারদিক শোকাবহ তবুও সুখের আমেজ।