পথের ঠিকানা খুজতে দেখি-
এখানেই পথের শেষ!


যখন ক্লাস ফোরে
একদিন সকালে পথের মাঝে
সুমিকে দেখি একলোকের হাত ধরে
আমায় দেখে বললো, আমার মামা
এখন থেকে মামার বাড়ি থেকে পড়াশোনা করবো।
বুঝলাম, এখানেই পথের শেষ।


মাধ্যমিকে এসে দেখি
নতুন করে পথের সৃষ্টি হয়
নানা রকম পথের দেখা তখনই দেখতে পাই
কিন্তু মুক্তার হাতে আংটি দেখে বুঝতে পারি-
এখানেই পথের শেষ।


তারপর উচ্চমাধ্যমিকে পাই আবারও নতুন পথ
এখানে দেখি পথের কত শাখা প্রশাখা
পথের মাঝেই হারিয়ে গিয়ে নতুন পথের সন্ধান
অথচ রুমার হাতে গোলাপ দেখে জানতে পারি
এখানেই পথের শেষ!


বিশ্ববিদ্যালয়ের চত্বরে এসে দেখি,
সামনে হাজির পথ। পথ নিয়ে যায় পথ ধরে
কিন্তু জানা নেই পথের ঠিকানা।
তবুও পথ ভুলে উঠি নতুন পথে
হাত বাড়িয়ে ধরে সুযোগের মাইলফলক
হলপ্রীতি, জেলাপ্রীতি, স্থানপ্রীতি আর দলপ্রীতি
নানান পথের খপ্পরে পড়ে দেখি-
পথ যে হলো শেষ।


ছাত্রজীবন শেষ হতেই সীমাহীন পথের হাতছানি
অথচ পথ চলতেই দেখি
এখানেই পথের শেষ। পথ শেষ হতেই আবারও পথ খুঁজি
পথের চক্করে পড়ে নিজেকেই গেছি ভুলে
কে আমি, কেন আমি❓
নানান প্রশ্নের চক্রে দেখি হাজারো পথের মুখ
পথ খুঁজে পাই, অথচ পাই না পথের ঠিকানা
পথ দেখি, পাই না খুঁজে সীমান্ত
সততা, সরলতা, পরোপকারিতা, মেধা কিংবা যোগ্যতা
সবই দেখি পথের গোলকধাঁধা।


পথ চলতেই-
পাঠ্যবইয়ের শিক্ষা আর আদর্শমালা
পিতামাতার উপদেশ কিংবা নীতি নৈতিকতা
সবই দেখি পথের কাঁটা। পদযুগল হয় রক্তনিশান।
এই সমাজ, এই সংসার
আমাদের বানানো সভ্যতার নানা খোলস।
নিয়ম আর আইনের পথ ধরে দেখি
এখানেই পথের শেষ!


©উদাসকবি
আহমাদ সাজিদ (উদাসকবি)