আমার ভাবনায় কিছুই নেই
শুধু দুটি চোখ, উদ্ভ্রান্ত দৃষ্টিতে যে চেয়ে থাকে
শুধু ঐ দুটি চোখ,মনে হয় আমি বেষ্টিত তার দৃষ্টিতে
ঐ দুটি চোখে তাকিয়ে-
আমি নিজেকেই দেখি
দিন-রাত্রির আগমন আর প্রস্থানে
গুণিত ঘুর্ণনে আত্মবিম্ভ, বিক্ষত স্মৃতি
বিস্মিত বিকশিত প্রাণের দোলা।


ঐ দুটি চোখের প্রজ্জলিত তারায়
কখনো অন্ধ হয়ে যাই, অতল গভীরে হারাই
বারুদের গন্ধ আসে সুবাসিত বাতাসে
নির্ঘুম রাত কাটার গল্প বাড়ে।


কখনো বসন্ত নামে বুকের খাঁচায়
মনের গভীরে শরতের মেঘের ভেলা।
আমি দেখি ঐ দুটি চোখে-
গ্রীষ্মের তাপদাহ, জ্বালিয়ে জীবনের পাতা
বর্ষার বর্ষণ, নতুন জীবনের আগমনে


ঐ দুটি চোখের গভীরে আমার নরকের শাস্তি নামে
যন্ত্রণাময় সময়ের বাঁধাহীন স্রোতধারা
ঐ দুটি চোখে জীবনে স্বর্গ আসে
কল্পিত সুখের ঘুমহীন ভালোবাসার আবেশে।