যে জীবনে পঁয়ত্রিশটা বর্ষণ এসেছে
সে জীবনে পঁয়ত্রিশটা বসন্তও ছিল!
গ্রীষ্মের প্রখর উত্তাপের পর
শীতের শীতলতায় কাঁপুনীও ছিল।
যে জীবনের পঁয়ত্রিশে গর্জণ ছিল
সেখানে ছিল শরতের কাশফুল
কিংবা হেমন্তের ভরামাঠের সুখ!


জোয়ারের ভরা যৌবনের পর
ভাটা আসে ক্ষয়ে যাওয়া পতিত জীবনের পাতায়
ঢেউ আসে পাহাড়ের উচ্চতায়
কিনারায় ফেণা তুলে
বলি হয় অস্তিত্বের সীমানায়।
যেখানে অমবস্যার গহীন নামে
সেখানেই একদিন জোছনার আলো ঝরে
সুখের মূর্ছনায় উদ্ভাসিত জীবনে রচিত হয়
সাফল্যের নতুন অধ্যায়।


দিন-রাত্রির পালাবদলে সময়ের প্রাণ
কার পিছনে কে আসে অথবা
দিনের আলোয় রাতের পরাজয় নাকি
রাতের আগ্রাসনে দিনের হার?
সে খবর নিয়ে কী লাভ!
আমি তো অপেক্ষায় আছি
একটা ভারি বর্ষণের পর
সতেজ ভূমির কারুকাজে
সবুজের মহা উৎসবের!