যতোই বলি ঐক্য করো, সব ভেদাভেদ ভুলে
ছোটো খাটো দোষ-ত্রুটি ভালোবাসায় নাও তুলে।
সহজ করো কঠিন ছেড়ে
সরল হয়ে হৃদয় কেড়ে
সবার প্রাণে থাকো তুমি নেক জীবনের কূলে।।


ততোই আরো দাও ঠেলে, দাও পাঠিয়ে দুরে
ইচ্ছে মতো ভুলের মাত্রা বাড়াও মনের সুরে।
কঠিন করো বিধান-লিপি
বন্ধ করে হৃদয়-ছিপি
হিংসা বিদ্বেষ মুখের প্রকাশ বাড়াও গর্ত খুঁড়ে।।