মুরগীর খোপে থাকি শিয়ালের ভয়ে
তবুও ইজ্জতের কিছুটা বাকি
নকুল যখন বলে ডিম কয় হালি
কদাচারে বুঝি জীবনটাও ফাঁকি।



সময়ের স্রোতে জাহাজের খবর
আদার বেপারীর কাছে
শিয়ালের ভয়ে মুরগীরা যখন
বাস করে গাছে।



সোনার ডিমে তা দিচ্ছি
সোনা ফলাবো বলে
শেষপর্যন্ত খাস্তা হলো
পুঁজি গেলো চলে।



মন চায় না ভালো থাকতে
ভাইরাসকে ভালোবাসি
সবখানে তা-ই ছড়িয়ে দিয়ে
হিংস্র মনে হাসি!