হাজার মনের হাজার বাতি, আলোক অগণন
সবার কাছেই শিল্প মূর্তি, অবাক প্রয়োজন
হাজার রকম মতের অমিল অলস মাথার কোষ
গতিহীন এই মনের চাকা আপন করার দোষ
এক নিমিষে পার হয়ে যায় দেশের সীমা ছেড়ে
সবার মনে ছুটে বেড়ায় অলস সময় কেড়ে
মনের খুঁজে মনের টোপ, অবাক হয়ে থাকা
স্বার্থবাজের পাল্লায় পড়ে মন করি যে বাঁকা।
এক নিমিষে ঘুরে বেড়াই মনের পালক মেলে
হাওয়ার বুকে চুম্বন আঁকি অলস প্রহর ঠেলে
তোমার কাছে পায় না পাত্তা, জীবন সর্বনাশায়
তবুও তোমায় আগলে রাখি অলস মনের বাসায়।