দু’হাতের শক্ত বাঁধন ছিরে খুলেছি লোহার খিল,
তেপান্তর নয় পাড়ী দিয়ে এসেছি পৈচাশিক নগ্নতার বিল!
নিমগ্ন তাই দেহ খানী আজ
শকুন তারাতে হয়ে বাজ!
দুঃখ সয়ে কষ্ট লয়ে ঘুরব কি দ্বারে দ্বারে?
অগ্নী লাভা গলানো চক্ষু খুঁজি ফিরি তারে!
সারা তুলে আজ চলেছি হেটে দূর্গম পথ
ভীরু কাপুরুষ হয়ে পরাজয় নয় তুলে শপথ!
জনতরঙ্গে আমি উড়ে চলা মাছি বটে
তাই বলে কি সইব জ্বালা উঠব না চটে?
সকল বাধা পাড়াবো অথবা মৃত্যু কবলি দ্বার
ঝান্ডা তুলে গাইতি হাতে ভাংতে পাহাড়!
ব্যর্থ নঙর ফেলব না জলে
ভাসাবোনা তরী ডুবাবোনা জল-তলে!
আমি মশাল সেই মশাল
ভাংবেনা ভিত নরবেনা খুটি
বিজয় রয়েছে শিথিল!!