আজ কেন মানবতা চার দেয়ালে বন্দি
মুসলিম আজ লাঞ্চিত অন্য জাতির সন্ধি।
ভাসছে আজ মুসলিম প্রান সমুদ্র সৈকতে
একটাই দোষ মুসলিম হয়ে জন্মেছে জগতে।
হায়রে বিশ্ব মানবতা চুপ কেন আজ নত করে শির
হাজার প্রান বাঁচায়েছ রিপন-ই আজ মহা বীর।
মানবতা ভাসছে সমুদ্র জলে খুদায় কেন কাতর
কে আজ দিবে সান্তনা আমায় কষ্টে আমি পাথর।
মুসলিম জাতি জেগে ওঠো না করে আজ চুপ
প্রতিবাদি ভাষা হারিয়ে ফেলনা এগিয়ে এসো ঝুপ।
মুসলিম হয়ে কেন আজ চুপ করে গোটা বিশ্ব
জাতির এমন বেইজ্জতী হয়ে যাচ্ছে নি:স্ব।
মানবতা কেন বন্দি হয়েছে উম্মাদিত হাঁসিতে
ঝুলছে যেন বেদনার সুরে নির্বাসিত ফাঁসিতে।


সকাল:- ১০:১২
২১.০৫.১৫