বাংলা মা তোর চরণ তলে
শেষ টুকু দিস ঠাই,
নিজ রূপে তুই অনন্যা মা
এমন দেশ আর নাই!!


মাগো তোর মায়ার বাঁধন
সুখে মোড়ানো আঁচল
সারাটা জীবন বেধে রাখিস
বানিয়ে লক্ষ্মী পাগল!


মাগো তোর বধন যে আজ
রক্তে জমাট বাধা,
জন্মালি মা এমন করে
দিয়ে মিছে ধাঁধাঁ!


নোংরামি মা করছে ওরা
তোরি বুকের মাঝে,
অগ্নী রূপে রূপ-দে আমায়
সকাল দুপুর সাজে!


শেষ নিঃশ্বাস ত্যাগ করবো যেদিন
মাগো তোরি কোলে,
মোর সমাধী গড়িস-রে মা
রজনীগন্ধা তলে!