আবার এলো বাজার জুড়ে
চড়া দামের চাপ,
সর্বজনে দিশেহারা
বেঁচে থাকাই পাপ!
দাম বেড়েছে দ্রব্যাদীর
বাড়ছে মোদের ঘাম,
বউয়ের জ্বালা বাজারে না গেলে
উঠবে পিঠের চাম!
নিত্য দ্রব্যের মূল্য বেশী
সামনে রেখে কুরবানী,
কি হবে যে মোদের দশা
পরাণেতে নাই পানি!
আমরা কুলি আমরা মজুর
দিন আনি দিন খাই,
এমন যদি মূল্য বাড়ে করবো কি আর
ভাবছি বসে তাই!
মজুদ করে ফায়দা লুটে
মহাজন বেশের লোক,
বুঝবে কি আর কভু তারা
এই গরীবের শোক!
নাগালের বাইরে মূল্য আজি
কেমন করে বাড়ে
এমন যদি চলতে থাকে
সুখ আসবে কি সংসারে
বলছি তারে শুনবে যে আজ
আম জনতার কথা
সে জন হয়তো বুঝতে পারবে
দূর্ভাগাদের ব্যাথা!
কম মায়নার চাকুরী মোদের
সাথে বাড়তী বিলের চাপ
কেমন করে চলবো মোরা
বেঁচে থাকাই পাপ!


১১:৫০পিএম
২৫-০৮-২০১৫