বর্ষা এলে মনে পড়ে তোমায়
মনে পড়ে সেই পুরানো স্মৃতি
বর্ষার কোন এক সন্ধ্যায়
মনে পড়ে যায় পুরানো সব কথা
মুছে গিয়ে সকল অভিলাস
ঘুচে দিয়ে সকল কষ্ট ব্যাথা
মনে পড়ে সেই বর্ষার সন্ধ্যা বেলা
বর্ষার রিমিঝিমি ছন্দে
মন ময়ূরী নাচে পেখাম মেলে
শিহরীত প্রান কদম বকুলের গন্ধে।
মনে পড়ে বর্ষার প্রথম ফোটা
হালকা ছোঁয়াতে ভিজিয়ে ছিল তোমায় আমায় মিলে
উদাসীত তনুমন আজও কেন সারক্ষন
তোমায় ঘিরে ভাবে পুরানো সন্ধ্যা বেলায়।
মনে পড়ে সেই পুরনো সন্ধ্যা বেলা
বর্ষা হয়ে এসেছিলে ভিজিয়ে দিতে
আমায় নতুন রূপে সাজাতে
মনে পড়ে সেই বর্ষার সন্ধ্যা বেলা
হাতে রেখে হাত গড়িয়ে যেত কথা দিয়ে অনেকটা পথ
মনে কি পড়েনা সেই পুরানো স্মৃতি পাত।
কাথা ছোড়াছুড়ি আর গায়ে
লেগে থাকা জল কাদার গন্ধ
উল্লাসিত মাতওয়ার সেই সন্ধ্যা বেলা।
বুনো পায়ড়ার বাকুম বাকুম ডাকে
টিনের চালে বর্ষার শব্দ
মেঘ কেটে যায় উদাসী আকাশ
ভেবে ভেবে দিশেহারা সেই সন্ধ্যা বেলা।
মনে কি পড়েনা সেই পুরানো সন্ধ্যা বেলা।