নগ্ন চিতার আগুনে পুড়ে কয়লা হয়েছি
তবু ছাই হয়ে বাতাসে উড়িনি,
বারুদের ভয়ে হবেনা বন্ধ আমার কন্ঠনালী
সত্যকে দমিয়ে রাখার যতই করো কাহিনী।
যতই দেখাও চোখ লাল আর রক্ত চোষার ভয়
ধ্বংশ হতে দিব না বাংলা মানবনা পরাজয়।
সীসার গন্ধে মাতাল হব করব রক্ত ক্ষয়
অন্যায়কে আর প্রশ্রয় নয় ছিনিয়ে নিতে জয়।
বলছি তাদের যারা কেবলি বাঙালী জাতির অভিশাপ
সয়ম তোদের এখন হাতে জাতীর কাছে চেয়ে-নে মাপ।
পাপের বোঝা ষোল আনা হলে কোন পুন্ন্য কাজের না
ষোল কোটি বাঙালীর স্বাধীন বাংলা তোদের একার না।