এ যৌবন আমি সাজিয়ে রেখেছি,তোমার প্রেমের জন্য
তীল তীল করে গড়া যৌবন,রেখেছ ভেবে মূল্যহীন পন্য।
লুকায়িত যত তন্ত্র-মন্ত্র ভালোবাসা,রেখেছি যতন করে
মুখ থুবড়ে সেই প্রেম আজ,গুমরে ঠুগরে কেদে মরে।
প্রতিদিন সেই স্বপ্ন বুনি,বুকে নিয়ে যৌবনা কাবরানো কল্পনা
নষ্ট করেছি নিজেকে আমি,তোমার দেয়া সেই যন্ত্রনা।
ভেবে রেখেছি বাধব ঘর,থাকবে সাজানো আমাদের সংসার
দিলরুবা হয়ে থাকবে বুকে,মুছে দিয়ে কষ্ট দুঃখ আমার।
বাহুদোর জুড়ে থাকবে ঝড়ায়ে,শিতল করে প্রান
হালকা নিঃশ্বাস অনল আভাসে,দুরু দুরু সুরে কাপবে দুটি মন।
সেই আনল ভরা নিঃশ্বাস,নিবো আমি দু’হাত তুলে
তোমার অস্পৃশ্য যৌবন মাতায়ে,আমায় দিয়ে গেছে সব ভূলে।
তোমার পরমা যৌবনে আমি,এসেছি ১ম ফাগুন হয়ে
বসন্ত রঙে রাঙিংয়ে তুলেছ,আজও সেই ঢেউ যাচ্ছে বয়ে।
কোন এক বৈশাখী প্লাবন হয়ে চলেগেলে উছলে পড়া মধু কাননে
তোমাকে খুজি ফিরি আমি আজও সেই সেতারা গগনে।
প্রতিদিন সেই ভাঙা স্বপ্ন বুনি নিয়ে কল্পনা
নষ্ট আমি নষ্ট যৌবন নষ্ট করে যল্পনা।
নষ্ট করি নিজেকে আমি স্বপ্ন ভাংঙি প্রতিদিন
নাই কোন সুখ যৌবন গাঙে ঢেউ বিহীন আমি উন্মুক্ত আমি স্বাধীন।।


রচনাকালঃ- ২০/১১/১২-১২/০৫/১৫