স্বপ্ন রঙে রাঙা গল্প কবিতারা
আজ পালিয়ে বেড়ায় অগচরে!
সেই অসুভ আত্মা হামাগুরি দিচ্ছে
এই আঙিনায়।
অট্টহাসিতে মাতাল পদ্ম দিঘীর চারি পাশ!
বাতাবি লেবুর ঘ্রাণ আর
শিউলিরা ফুটছেনা সেই আগের মত!
এ মৃত্যু ক্ষন! তবে দারুন অভিজ্ঞতা।
স্বপ্ন ভাঙা ভয়ে আর ঘুম আসেনা চোখে,
তাড়া করে সেই সব দূর স্বপ্ন
মানব আত্মার রূপ নিয়ে|
পারাতে হয় এক অসুভ আত্মার ছায়া,
দূ:খ ভরা মৃদু আহ্লাদে কাব্য সুর হারায়
চর্চাতে উলঙ্গ সেই কাব্য পথিক।
সে আগের মতই আছে! কিন্তু তুমি?
অকুতোভয় উজার করা ভালোবাসা
পায়ে মারিয়ে চলেছ সেই ছায়ার পিছু।
সরলা কাব্য মালতী আর তাসমিরা লতা
আজ নির্বাক হয়ে পালিয়ে যাচ্ছে অনেক দূরে।
সে পথ অজানা অন্ধকারে ঢেকে আছে
ভেবে দেখ?
আগের সুরে সেই গান-ই বাজে!
তবু এ মানব আত্মা তোমাকে-ই খুঁজে!!
বহতা নদী যেমন চলেছে বয়ে নিরব গতীতে।