লাল নীল এত আলো চারিপাশে
তবু অন্ধকারে ডুবে অাছি!
অঘটন ঘটেছে কি মনের বনে?
নিজেকে প্রশ্ন করি!
উত্তরটা তোমার কাছে?
অল্প টাকার একটা মোম
দিয়েশলাইয়ের অভাবে জ্বালছেনা!
পায়চারিতে মগ্ন হয়ে অনামিকা তর্জনীর ফাঁকে
তামুক ফুকতেছি ঘোর অন্ধকারে!
অচমকা তাকাতে সামনের দেয়ালে
কে জেন দাঁড়িয়ে।
একাকিত্বের যাতনায় জ্বলছে বুক
আঙুলে ফাঁকে নগ্ন হয়ে সেই ছায়া!
দু’পা বাড়াতে তোমার মুখ ছবি
আমি থমকে দাড়াই।
তোমাকে না পাওয়ার সাধ
আর আকাংঙ্ক্ষা কেটে গেল এক নিমিশে।
সঙ্গিহীন এই একা উচ্ছাসীত আনন্দে
তোমাকে জড়িয়ে ধরা।
তুমি নেই! এ যে তোমার ছায়া
দখিনা পবনে পুষ্প ঘ্রানে ভরে গেল
আমার চিলেকোঠা।
প্রতিটা তারা আজ মালা হয়ে ঝড়বে
তোমার গলে, আমি দেখ বলে জানালার ধারে
তাকিয়ে আছি আকাশ পানে
তারারা আজ তোমার প্রনামে মগ্ন।
আমি মুখ ঘুরিয়ে দাড়ালাম আর হাসলাম
আমি পাগল বড্ড পাগল।
খুঁজি তোমায় কিছু মতামত আর
অগোচরে অব্যক্ত বাণী শোনার জন্য
এলে জবে!সেদিন থেকে আমি
তুমিহীনতায় ভুগছি।
আপেক্ষীক দু’চারটা বাণী শুনালে
ঋলাত্বক সূত্র আর নাবোধক ভাষায়।
চুপ করে পালিয়ে গেলে!
কাব্য সুরে খুঁজি আবার তোমায়
যে কবিতা তোমারে করিল উম্মাদ
আর আমারে করিল কবি
তুমি নেই তব পাশে মোর
আছে তোমারি মুখ ছবি।