কহিলেন ডাকিয়া শোন-হে কবি
তোমারি লেখা পড়িয়া,
ভাবিয়াছি আমি শতরূপে শতবার
কি করিয়া গাথো মালা কলমে লিখিয়া।
তুমি-তো কবি তোমারি লেখা
না পড়ে মানুষ পাওয়া ভার,
লিখেছ কভু পাদুকাতল নিয়া
করেছ-কি আবিস্কার।
সেই থেকে আমি ভাবিয়াছি
ভেবে ভেবে হয়েছি খুন,
দারুন ভাবনায় ঘর্ম বহে শরীর
আছে কি আমার এত গুন।
উদাসী চিত্তে ভাবিয়া সারা
ধ্যনত্ত তনু মন,
ঘুরিয়া ‍ফিরিয়া ভাবিলাম বসে
আলাপী জনে জন।
রহিয়াছে অনেক পাদুকা তলদেশ
মূল্য অনেক দেখতে ভারি বেশ,
পাদুকাতল লিখিলাম তব
লেখার নেই-তো শেষ।
ভরিয়া নয়ন দেখে সে চরণ
কি করিয়া এত সুন্দর,
চলে আসো হেথা পাইবে সারিসারি
লাগিবে যারযার।


২৫/০৫/১৫
দুপুর
Asif Ikbal প্রিন্স ভাইয়ের জন্য