মল্লিকা ডালিয়া চাইনা আমি
চাই শুধু বকুলে গাঁথা মালা,
করবী কেয়া চেয়েছি আমি
দিয়েছ গোলাপ ভরা কাটার জ্বালা।
হাস্নুহানা হিজল অনেক চেয়েছি
নিয়ে এলে তুমি ক্যাকটাস সবই ভূল,
চাইতে রজণীগন্ধা এনেছ টগর
বয়ে বেরায় সারাক্ষণ নদীর দুকূল।
বেলা শেষে এনে তাই সন্ধ্যা মালতী
ঝুমকো নিয়ে এসো বাঁধবে যুথী।
হলদে গাঁদা এনেছ না এনে খয়েরী
যা ছিল আমার কাছে অনেক দামী,
জুঁইটাকে বয়ে নিয়ে কেন এসেছ
শাপলার লতাটাকে কই পাবো আমি।
চেয়েছি গন্ধরাজ তুমি নিয়ে এসে বেল
না চাইতে দিলে কেন মেহেদী মুকুল।
এবার যদি না আনো ভালোবাসার চাঁপা
আড়ি দিলাম আমি আর বাঁধব না খোপা।।