ঘুমিয়ে কেন-রে তোরা জেগে ওঠ আজ
আর কতো ঘুমাবি ফেলে রেখে কাজ।
জনাকীর্ণ নগ্ন সমাজ হায়েনার বসবাস
প্রতিদিন চাষ হচ্ছে অসভ্যতার!
বিবেক পুরে আজ ছারখার হারিয়ে ফেলেছি মুখের ভাষা,
নিশ্চুপ নিরবতায় কাটছে কেন দিন?
জাগ্রত হও মানব কুল বিবেক-কে বাচাঁ
রুখে দাঁড়া অন্যায় অবিচারের বিরুদ্ধে
নেমে আয় তোরা আজ খিল লাগিয়ে
হায়না নরপিশাচ ভন্ডদের নিপাত করে
তান্ডব চালিয়ে তারাড়াবার যুদ্ধে।
চুপ করে আছিস কি ভাবে তোরা,
কিভাবে হাসিস অট্টহাসিতে?
খালি হচ্ছে মায়ের কোল মিথ্যে রায়ের ফাঁসিতে,
হুংকার তোল বীরের বেশে আপন মনে
কলম কিবা গানের সুরে।
আর কতো চুপ করে সয়ে জাবি অন্যায় অবিচার,
কত মাথা নত করবি অপরাধের কাছে,
পাড় পাবি কি মানব নামের চামড়ায় ঢাকা
বিবেকের কাঠ গড়ায়?
লুন্ঠিত সমাজ দূষিত বাতাস
নির্গম কালো ধোয়া নিকোটিনের মত
ছড়িয়েছে অপরাধ পুরো সমাজটাতে।
স্বস্তি নি:শ্বাসের তৃষ্টা নিয়ে আকাশ পানে
মুখ লুকালে ওরাও জানায় ধিক্কার।
দূর-হো তোরা পাপী,তোরা ঝারজের জনক
তোরা খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারা
পঁচা নর্দমার কিট।
সময় ফুরিয়ে কেরোসিন শেষ হওয়া কুপিটার মত
জ্বলে থাকা নিভু নিভু আলোয় পথ খুঁজেনে আজ
ফেলে সকল অব্যক্ত বাণী আর অনিশ্চিত কাজ
বেরিয়ে আয় খিল ভেঙে তোরা
ঘুমিয়ে আর থাকিস না ছোড়া
ঘুরে দাঁড়াবার পথটা যাচ্ছে ফুরিয়ে
শপথ তুলে রুখে দাড়া
সু-শাসনে সমাজ গড়ার অঙ্গীকারে।