তোমাকে খুঁজি!
গগন তারা চাঁদ মাখা আলোর মাঝে।
তোমাকে খুঁজি!
সকাল সন্ধ্যা দুপুর বিকেল প্রেয়সীর সাজে।
তোমাকে খুঁজি!
সন্ধ্যা তারার মিট মিট আলোয় নিশাচর বেশে।
তোমাকে খুঁজি!
মানবীর ভিড়ে কন কনে শীতে চাদর ঢাকা দেশে।
তোমাকে খুঁজি!
কুয়াশা ভরা ঘাসের শিশির ডগায়।
তোমাকে খুঁজি!
পুব আকাশে রবির আবির মায়ায়।
তোমাকে খুঁজি!
আলো ছাঁয়া খেলা লুকোচুরি কোন দুপুরে।
তোমাকে খুঁজি!
বর্ষা ধারায় দুষ্ট মেয়ের জল কাঁদা নূপুরে।
তোমাকে খুঁজি!
গোধূলী সাজে নুয়ে পরা রবি লগনে।
তোমাকে খুঁজি!
রাখালীয়া সুরে ছুটে চলা সেই পবনে।
তোমাকে খুঁজি!
লাল সবুজের মানচিত্রে ঢাকা বৃত্তে।
তোমাকে খুঁজি!
বিজয় উল্লাশিত হাজার মুক্তি সেনার নৃত্যে।
তোমাকে খুঁজি!
বসন্তী রঙে রাঙানো কোন ফুলের সুবাসে।
তোমাকে খুঁজি!
প্রানের মাঝে ভালবাসা বিলায়ে আপন হয়ে পাশে।
তোমাকে খুঁজি!
নব-বধুর আঁচল পাতা বাসরে।
তোমাকে খুঁজি!
বিলাতে প্রেম নতুনত্বের আসরে।


রচনাকালঃ- ০৫/০৬/১৫
ঢাকা।