ওরে পাগলী! বুজলিনা তুই
তাইতো দিলি যন্ত্রনা!
তোর বিরহে কাতর এ বুক
কে দিবে বল সান্তনা!
পাগলীরে তুই চিনলিনা-রে
কাব্য সুরের ভালোবাসা,
কথা গুলো জানলিনা তুই
ভাঙলি মনের সব আশা!
সত্যি বলছি পাগলি রে তুই
মাথা মোটাও হলে,
কেমন করে জানিসরে তুই
কি দিলে যাবো আমি গলে!
ওরে পাগলী চলে গেলি?
রাত থেকে মোর ঘুম হারালি
সুখের সোহাগ না নিয়ে তুই
কোন বালিশে মাথা ঝরালি?
ভালোবাসা ভরা দোয়া
দিলাম পাগলি তোকে
পরীক্ষাটা দিসরে ভালো
কেমন হলো জানাবি আমাকে?
কষ্ট ভুলে দিলাম আদর
বুকটা পেতে নিস!
লাগলে ভালো কাব্য প্রেমিক-কে
একটু আদর দিস!
ঘুমারে তুই ঘুম কুমারী
ঘুমা আপন মনে!
যাচ্ছিনা তাই দূরে আমি
আসবো তোর স্বপনে!
স্বপ্ন ঘরে কড়ানেরে
চুপি চুপি ডাকবো তোরে,
ভালোবেসে জরিয়ে রাখিস
আপন করে মোরে!
তোর গলার-ই কাব্য বাণী
এখনো কানে বাজে,
কি যে সুর দিলি বিলিয়ে
ভোর রাতের এই সাজে!
ভালো থাকিস লক্ষী পাগলি
আমায় রাখিস মনে,
না এলে তুই কাঁদবে যে বুক
থেমে ক্ষণে ক্ষণে!
অনেক কিছু লেখার ছিল
জানিনা কি হলো,
তোর চোখে,চোখ পড়তে-ই
সব-ই যে হারালো!!