বাহিরে তুমি আলোতে ঘর
আমার অন্তরে খরা,
সুখ পাখি পালিয়ে গেছে আজ
আমি কপাল পুড়া।।


নয়নে নয়নে মিশে ছিলে তুমি
ছিলো ভালোবাসায় ভরা
তোমার কপালে লাল সিঁদুর আজ
আমার ভালোবাসা মরা।


তোমাতে আমাতে ছিলো কত কথা
ছিলো স্বপ্নে লেখা ছড়া
ভিনদেশী ঘরে পর হলে আজ
এই অচিন পাখি ছাড়া।


সেই তিথি তে দিয়েছিলে কথা
সাক্ষী আকাশ ভরা তারা
অচিনপুরে সুখে থেকো আজ
আমি বিবাগী ঘর ছাড়া।