কিছুতেই হিসাব মেলানো যায়না।
হয়তো বা, হিসাব মিলতেই চায়না।
সময়কে ছকে ফেলা নিরর্থক।
খামোখা লুকোচুরিই যে ওর সখ।
তবু অচেনা পথে, চেনা ছাপ খোঁজা
অবুঝ মনে, আজও অতৃপ্ত সে বোঝা।
ক্যামেরার কাঁচে জমছে ধুলো,
অনেকটা ঝাপসা ঐ ছবি গুলো।
তবু ধুয়ে ফেলার আপ্রাণ চেষ্টা-
তারপরও কি রক্ষা হবে শেষটা?
অক্লান্ত গাড়ির চাকায়;
ফেলে আসা রাস্তা কি আদেও ফিরে তাকায়?
ফিরে তাকানো অজুহাত বটে,
কিছুটা চাঞ্চল্য খোঁজা শুকনো মরু তটে।
তার চেয়ে মিলিয়ে যাক সে চাকার দাগ।
পাখি তুই গাছের ডালে নতুন ‘বাসা’ বাঁধতে লাগ।