জানিনা কেন প্রিয়ার ঠোটে ফুটেছে দারুন হাসি,
হয়ত সে কারো প্রেমে পরেছে
মোর গলে পরিয়ে প্রেমও ফাঁসি।


জানিনা কেন প্রিয়ার চোখে জেগেছে আনন্দ ঢেউ,
হয়ত সে কাউকে ভালোবেসেছে
আমার কথা ভাবলোনারে সেও।


জানিনা কেন প্রিয়ার অঙ্গে পরেছে সুখওছায়া,
হয়ত সে কাউকে মন দিয়েছে
না করে আমার মায়া।


জানিনা কেন প্রিয়ার পা আজ নৃত্যছন্দে বাঁকা,
হয়ত সে কারো আপন হয়েছে
হাতে দিয়ে মোর কষ্ট ছড়ানো পাখা।


আজি দিনগুলো মোর আধাঁরে কালো,
তবু তারেই ভালোবাসি!
অনেক কষ্টও এটুকু সুখ,
দেখেছি মধুমিতার মুখের হাসি।