আমাদের এই কবিতার আসরকে আমি বাংলা সাহিত্য চর্চার এক স্বর্গভূমি মনে করি। এখানে সদা প্রচারিত হয় কাব্যিক মনের ভাবনাগুলো,যা আসরের কবিগনের ফুল,পাখি,আকাশ,পাহাড়,বৃষ্টি ইত্যাদি ভাবধারায় বিচরন ঘটান।এখানে নিয়মিত চর্চা করেন অনেক প্রতিভাবান,যাদের ভাবনাগুলগুলোয় মানব মনের ছবি ভাসে।কিন্তু আমাদের এই কবিতার আসর কি কখনও কোন প্রকাশকের নিদ্রাস্নাত মনকে জাগ্রত করবে না।হতেওতো পাড়ে এখান থেকেই আবার কোন কালজয়ী কবি লেখকের সৃষ্টি।
দৃষ্টি আকর্ষনের অনুরোধ রইল।