যখন গোপনও ঘরে সুকন্যা তোরে-
আলিঙ্গনে আগলিয়ে রাখি,
প্রণয়ও সুরে প্রিয়া বলে ডাকি
মাধুরী মিশায়ে রক্ত জবায়-
তোর পায়ে আঁকি আলপনা,
আমার মতো দেখতে আরেক
কি নাম যেন বলল, বোধ হয় বিবেক
আমি যা দেখি সেও তা দেখে,
তথাপি বলে কল্পনা, তথাপি বলে কল্পনা।