(বাংলা কবিতা নামের এই ওয়েব পোর্টালের সকল কবিকে উৎসর্গ)


আমি দুঃখ, কষ্ট, জ্বালা শব্দগুলোর-
একটা সম্মিলিত সমার্থক শব্দ জানি,
আর তা হলো কবিতা।
আমি চির অদৃশ্যমান ভালোবাসার-
মাত্র একটা দৃশ্যমান রূপ দেখেছি,
আর তা হলো কবিতা।
আমি একজনকে, মাত্র একজনকে-
নরক উনুনে দাহ হতে হতে-
বাকীদের স্বর্গীয় আবাস স্থাপনের কথা শুনেছি,
আর সে হলো কবি।


বুক পকেটে অনতি গভীরে আমি একটা আয়না এঁকেছি
আমি, বিষণ্ণতার হাসি মুখে কবিকে দেখেছি।।