ময়ন্তী কভু আমায় বিশ্বাস করিস নে
আমি বড্ড খারাপ বড্ড বাজে;
আমার বিশ্বাস হৃদযন্ত্রের মত,
আভাস ছাড়াই সহসা বিকল, শিকল পরা মুক্তপাখি।
বিশ্বাস করিসনে, তোর বিশ্বাসে দূষণ মাখাসনে!


আমার নিশ্বাসে বিষ, আশ্বাসে শ্যাওলা, বড়ই পেছল্ !
ইচ্ছা করে কাদা মাখি গায়, সকাল সন্ধ্যে মদ্যে গোসল।
আমি বড্ড খারাপ বড্ড বাজে;
ভিতর মহল নরক অনল জ্বলে পোড়ে আবার গড়ে।
স্পর্শ করিসনে, চিরতরে ভস্ম করিসনে!


তুই ছিলি শিক্ষাগুরু, ভীরু চিত্তে শেখাতিস প্রতারণা,
আমি চিরকালই খারাপ ছাত্র মুখস্থ হতো না, তাই শেখা হলোনা!
তোর পিছুডাক, আমি বড্ড খারাপ; প্রত্যাখ্যানের চূড়া- তোর চরা দর
তাছাড়া গুরু শিষ্যে এক গৃহে ঘর বড় দুষ্কর।
আর নষ্ট করিসনে, চিরকালের পোষ্য করিসনে!


আমার ভাগ্য কেবল ভোগ্য চেনা পথ ভুলে অচেনা পথে,
এ পথ নতুন পাঠশালা মোর, মাথা খুলেছে মদ্যের ঘোর,
শুধু ভাবিসনে একাকী, পথের মোড়ে শত স্মৃতি-
অন্ধকার তবু বেশ ভালোই আছি, বাঁধনহারা স্বজনপ্রীতি।
ফের পিছু ডাকিস নে, চিরকালের নিঃস্ব করিসনে!